সৃষ্টির একুশ শতক পত্রিকা, এপ্রিল ২০১৯ - একুশ শতক
সৃষ্টির একুশ শতক পত্রিকা, এপ্রিল ২০১৯
সৃষ্টির একুশ শতক পত্রিকা, এপ্রিল ২০১৯

সৃষ্টির একুশ শতক পত্রিকা, এপ্রিল ২০১৯

আজ আমাদের পত্রিকার এপ্রিল সংখ্যার কাজ শেষ হলো । এখন প্রকাশের জন্য অপেক্ষা । এই সংখ্যায় নির্বাচন প্রসঙ্গে লিখেছেন ড। রতন খাসনবিশ অর্ধেন্দু সেন অংশুতোষ খান দেবাশিষ ভৌমিক চন্দন সেন প্রমুখ । রাহুল দাসগুপ্ত্র দীর্ঘ ছোটো গল্প ছাড়াও আছে ঊষা রায় ও ত্নুজা চক্রব্ররতীর দুতি গল্প ।নিত্যপ্রিয় ঘোষ শুনিয়েছেন তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বন্ধুবান্ধব্দের কথা । কবি নিশীথ ভাড়ের সঙ্গে চিঠি বিনিময়ের কাহিনী ।গানের টানে লিখছেন প্রবীণ প্রফুল্ল কুমার চক্রব্ররতী । সসীম কুমার ব্যাড়েই এক দীর্ঘ প্রবন্ধে আলোচনা করেছেন বরিশালের যোগেন মন্ডলের জীবন ও সংগ্রামের কথা । এই রকম দীর্ঘ আলোচনা অতীতে হয়নি ।অজস্র ভালো লেখায় সম্পন্ন এই সং্যা বেশ আকর্ষনীয় । প্রচ্ছদ করেছেন মনীষ দেব ।