সৃষ্টির একুশ শতক উৎসব সংখ্যার উদ্বোধন - সেপ্টেম্বর ২০১৮ - একুশ শতক
সৃষ্টির একুশ শতক উৎসব সংখ্যার উদ্বোধন – সেপ্টেম্বর ২০১৮
সৃষ্টির একুশ শতক উৎসব সংখ্যার উদ্বোধন – সেপ্টেম্বর ২০১৮

সৃষ্টির একুশ শতক উৎসব সংখ্যার উদ্বোধন – সেপ্টেম্বর ২০১৮

২৭ সেপ্টেম্বর রোটারি সদনে এক অনাড়ম্বর অনুস্টানে সৃস্টির একুশশতক উতসব সংখ্যা প্রকাশিত হলো ।প্রকাশ করলেন প্রবীণ কবি শংখ ঘোষ । সভাপতির আসনে ছিলেন নাট্যকার চন্দন সেন । মঞ্চে ছিলেন সুমিতা চক্রবর্তী এবং তপন বন্দ্যোপাধ্যায় ।
এ বছর অমিয় রায়চৌধুরী স্মারক বক্তৃতা করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। তার বলার বিষয় ছিল নাগরিক অধিকার , সংবিধানের রক্ষা কবচ, ও তার শ্রেণি সীমাবদ্ধতা । মনঞ আলোচনা ।
এই মঞ্চেই তিনটি বই প্রকাশিত হলো ; আভাস রায়চৌধুরীর চিন দেশে দশ দিন , কৃষ্ণেন্দু দেবের জলাঞলি ।এবংসত্যপ্রিয় ঘোষের সল জিনেতসিন । বই তিনটি এবং প্ত্রিকা কলেজ স্ট্রিট পাড়ায় পাওয়া যাচ্ছে ।