দলিত সাহিত্য - একুশ শতক
“দলিতদের জন্য, দলিতদের কথা, দলিতদের দ্বারা লেখা যে সাহিত্য তা-ই দলিত সাহিত্য”
বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এই মুহূর্তে দলিত সাহিত্য ও তার আন্দোলন সজীব। একুশ শতক প্রকাশিত দলিত সাহিত্যের উপর তিনটি গ্রন্থ “বাংলার দলিত আন্দোলনের ইতিবৃত্ত“, “রবীন্দ্রনাথ ও দলিতসমাজ” এবং “দলিত সাহিত্যের দিগবলয়” সর্বভারতীয় দলিত সাহিত্যের কথা, মূল্যায়ণের ধারা, প্রতিবাদ, পশ্চাদভূমি, উদ্দেশ্যমুখীনতা, প্রতিবন্ধকতা, তাঁদের আন্দোলন এবং দলিত সাহিত্যে মহিলাদের উপস্থিতি ইত্যাদি তুলে ধরেছে।