পিনাকেশ সরকার - একুশ শতক
দিকশূণ্যপুরের যাত্রী শঙ্খ ঘোষ
প্রথমেই কবুল করি, এই লেখাটায় শঙ্খ ঘোষের সাহিত্যপ্রতিভা বিশ্লেষণের বিন্দুমাত্র চেষ্টা নেই। তাঁর কবিতা বা নানা গদ্যরচনা নিয়ে অনেক আলোচনা-গবেষণা হয়েছে এবং ভবিষ্যতেও অবশ্যই হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনোলোকে তার পরিসর নেই। আমি এখানে যা বলতে চাইছি, তা একেবারেই একান্ত ব্যক্তিগত কিছু উপলব্ধি ও স্মৃতিচারণা। তার বেশি কিছু নয়। সেটা হবে ১৯৬১ সালের মাঝামাঝি। […]